নয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা ও পুত্রকে গ্রেফতার

0

ঢাকা অফিস: সাভারের আশুলিয়ায় নয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা ও পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম। এর আগে শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, আশুলিয়ার আউকপাড়া এলাকার আ. সাত্তারের ছেলে রেজাউল করিম (৪৩) ও তার ছেলে আব্দুর রহমান (২১)। জানা গেছে, গত ৬ আগস্ট নয় বছরের শিশু বাড়ির ছাদে গেলে প্রতিবেশী রেজাউল করিমের পুত্র আব্দুর রহমান তার স্পর্শকাতর স্থানে হাত দেয় ও ধর্ষণ চেষ্টা করে। পরবর্তীতে কাউকে কিছু জানালে তাকে প্রাণনাশের হুমকিও দেয়। এরপর গত ১২ অক্টোবর বিকেলে ভুক্তভোগী ওই শিশু বাড়ির ছাদে গেলে একই ভাবে তাকে ধর্ষণ চেষ্টা করে রেজাউল করিম। এ ঘটনার পর শিশুটি তার পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানালে পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত পিতা ও পুত্রকে গ্রেফতার করে পুলিশ। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা ও পুত্রকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

Share.