ঢাকা অফিস: উত্তরের জনপদ পঞ্চগড়ে তাপমাত্রা ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তবে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। বুধবার সকালে সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। টানা ছয় দিন ধরে (শুক্রবার থেকে) মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহে জনজীবনে দূর্ভোগ দেখা দিয়েছে। সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, কাশি, ডায়েরিয়া, নিউমনিয়াসহ শীতজনিত রোগ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন আয় কমে গেছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, বর্তমানে পঞ্চগড় ও তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে।
পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও মৃদু শৈত্যপ্রবাহ
0
Share.