ডেস্ক রিপোর্ট: পঞ্চাশ বছর আগে অভিবাসীবিরোধী অভিযানের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। ১৯৭০ সালে নিউজিল্যান্ডজুড়ে অভিবাসনবিরোধী অভিযান চলায় পুলিশ।রোববার (১ আগস্ট) অকল্যান্ডে প্রশান্ত মহাসাগরী অঞ্চলের কমিউনিটির অনুষ্ঠানে ওই অভিযানের জন্য নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া হলো।রোববার অকল্যান্ডে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমিউনিটির অনুষ্ঠানে অংশ নেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। ১৯৭০ সালে অবৈধ অভিবাসীবিরোধী অভিযানের জন্য নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে ঐ অভিযানের জন্য ক্ষমা চান জাসিন্ডা আর্ডার্ন। নিইজিল্যান্ডের প্রথা অনুযায়ী, এ সময় তাকে বিশেষ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।জাসিন্ডা আর্ডার্ন বলেন, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের সম্প্রদায়গুলো এখনো ভুগছে এবং দাগ বহন করে চলেছে। আশা করছি, ক্ষমা কিছুটা হলেও এতে প্রলেপ দেবে।অনুষ্ঠানে অকল্যান্ডের ক্ষতিগ্রস্ত পরিবার, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের শীর্ষ স্থানীয় ব্যক্তি এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৯৭০ সালে তৎকালীন সময় ডন রেইড নামের অভিযানে বৈধ কাগজপত্রহীনদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় নিজ দেশে ফেরত পাঠানো হয়।বেশিরভাগই অতিথি ভিসায় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে নিউজিল্যান্ডে আশ্রয় নিয়েছিল। তবে ওই অভিযানের নামে কেবল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের নাগরিকিকদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
পঞ্চাশ বছর আগেকার অভিযানের জন্য ক্ষমা চাইলেন জাসিন্ডা
0
Share.