বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে বাংলার ঐতিহ্য নৌকা বাইচ

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: ২০ এপ্রিল শনিবার ২০২৪ ও বাংলা ৭ বৈশাখ ১৪৩১ পটুয়াখালী জেলা প্রবশাসকের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাের ঐতিহ্য কে ধরে রাখতে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ। পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম এর সভাপতিত্বে পটুয়াখালী লঞ্চঘাট থেকে শুরু করে ৪টি নৌকা বাইচের নৌকা প্রতিযোগিতা করেন, ৪টি নৌকা দুই রাউন্ড প্রতিযোগিতা করে ব্রীজ সংলগ্নে গিয়ে পৌছে আবার লঞ্চঘাট এসে শেষ হয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় তিনটি জেলার মোট ৪ টি নৌকা অংশগ্রহন করেন, সোনারতরী খুলনার বয়ড়া উপজেলার মায়ের দোয়া খুলনা জেলার ডুমুরিয়া উপেজলার, শীতলা গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, ও আরেকটি এসেছেন ফরিদপুর জেলা থেকে এরা প্রতি বছর বিভিন্ন জেলায় নৌকা বাইচ প্রতিযোগিতা করে থাকেন। পটুয়াখালী জেলা শহরের নৌকা বাইচ প্রতিযোগিতা করে বিজয়ী হয়েছেন মায়ের দোয়া নৌকা বয়ড়া উপজেলা, দ্বিতীয় স্থান অধিকার করেছেন সোনারতরী রুপনগর ডুমুরিয়া উপজেলা, এবং তৃতীয় হয়েছেন শীতলা গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকারি মায়ের দোয়া নৌকাকে ৪২” কালার টেলিভিশন ও দ্বিতীয় স্থান অধিকারি সোনারতরী নৌকাকে ফ্রিজ পুরস্কার বিতারণ করেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান মুহিব এমপি, বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম, এড.হাফিজুর রহমান চেয়ারম্যান জেলা পরিষদ, জেলা আওয়ামিলীগের সভাপতি কাজি আলমগীর হোসেন সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ। পটুয়াখালী জেলার জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম এর সভাপতিত্বে পটুয়াখালী বাসীকে নববর্ষ উপলক্ষে বিনোদনের শুভেচ্ছা জানিয়ে নৌকা বাইচ আয়োজন করেন।

Share.