বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে বড় মসজিদ সংলগ্ন মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পিডিএস মাঠে গিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা কাজী গোলাম সরোয়ার, মোঃ সেলিম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আর.আই. এম অহিদুজ্জামান, সদর উপজেলার সভাপতি আবুল হাসান বুখারী ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমূখ। এসময় বক্তারা বলেন- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতে দিশেহারা হয়ে পড়েছেন মানুষ এদিকে সরকারের কোন নজরদারি নেই। বাজারে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে দেশের ৯৫ ভাগ মানুষ দুর্বিসহ জীবনযাপন করছে। বক্তারা আরো বলেন, শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়নি বরং আগামী প্রজন্মের ইমান ধ্বংসের জন্য অস্ত্র তুলে দেওয়া হয়েছে। আগামী প্রজন্মকে রক্ষার জন্য এ পাঠ্যক্রম এদেশে পড়তে দেওয়া উচিত হবে না। এছাড়া শিক্ষাক্রম-২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবি জানান বক্তারা।
পটুয়াখালীতে ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
0
Share.