মঙ্গলবার, ডিসেম্বর ২৪

পটুয়াখালীতে কর পরিশোধ করায় জাপা’র প্রার্থী রুহুল আমিন এর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর-দুমকি-মির্জাগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের কাছে পাওনা কর পরিশোধ করায় মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছেন পটুয়াখালী জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে মনোনয়ন ফরমে প্রয়োজনীয় কাগজপত্রে কোন সমস্যা না থাকায় তার মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করেছেন রিটানিং অফিসার। এর আগে রবিবার সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকার কর বকেয়া থাকার অভিযোগ উত্থাপিত হওয়ায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছিল। পরে রুহুল আমীন তার কাছে প্রাপ্ত বকেয়া কর পরিশোধ করায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন ফরমে কোন সমস্যা না থাকায় তার মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করেছেন পটুয়াখালী জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম।

Share.