বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

পটুয়াখালীতে চালু হলো আধুনিক ব্যবসা ভ্রাম্যমান হেলিকপ্টার রেস্টুরেন্ট

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: সাগরকন্যা খ্যাত পটুয়াখালী জেলা এখন আধুনিক শহরে রুপান্তরিত পটুয়াখালী পৌর শহরের প্রান কেন্দ্র শেখ রাসেল শিশুপার্ক সংলগ্ন ঝাউলা দিনে দিনে বাড়ছে শহরের মানুষের মাঝে বিনোদনের মেলা। মানুষের মাঝে নতুন ভাবে যোগ হলো আরেকটি বিনোদনের জায়গা হেলিকপ্টার রেস্টুরেন্ট। ১৬ ডিসেম্বর উপলক্ষে উদ্ভোধন করলেন পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের আল আমিন নামের এক যুবক আবিস্কার করলেন এই ভ্রাম্যমান হেলিকপ্টার রেস্টুরেন্ট, আল আমিন বলেন, ছোটবেলা থেকে আমার স্বপ্ন নিজ হাতে একটি অথবা হেলিকপ্টার তৈরী করবো। সে থেকে স্বপ্ন নিয়ে কাজ করছি আমি ঢাকাতে বিভিন্ন রেস্টুরেন্ট কাজ করছি তাই চিন্তা করলাম একটা ভ্রাম্যমান হেলিকপ্টার রেস্টুরেন্ট দেই আমরা তিন বন্ধু মিলে পরিকল্পনা করলাম। এবং একটি হেলিকপ্টার বানাতে সক্ষম হলাম। এটা করতে অনেক ত্যাগ শিকার করতে হলো পরিবারের লোকজন প্রথমে সাপোর্ট না করলেও পরে তারা আমাদের কষ্ট দেখে দোয়া করতো। এই হেলিকপ্টার তৈরী করতে ঊনিশ লক্ষ টাকা খরছ হয়ছে এবং সাত মাস সময় লেগেছে। ঝাউতলা ঘুরতে আসা পরিবারের লোকেরা বলেন দীর্ঘ ২দিন যাবৎ এখানে একটা হেলিকপ্টার দেখতে পাই আজকে কাছে গিয়ে দেখলাম হেলিকপ্টারের মধ্যে খাবার রেস্টুরেন্ট আমাদের কাছে অনেক ভাল লাগলো পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ কে ধন্যবাদ পটুয়াখালী শহরে এরকমের একটা পরিবেশ তৈরী করে দেয়ায়। বিভিন্ন শিক্ষার্থীরা বলেন আমাদের শহরে এটা একটা আনকমন ব্যবসা সিস্টেমটা আমাদের কাছে ভালই লাগছে হেলিকপ্টারে খাবার খাবার খাওয়াটা ভিতরে পরিবেশও অনেক সুন্দর আমরা বন্ধুরা আজ এখানে এসে অনেক খুশি নতুন কিছু দেখা ও উপভোগ করার জন্য।

Share.