পটুয়াখালীতে ছাত্রলীগও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, স্কুল শিক্ষার্থী আহত

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা সাড়ে এগারোটায় পৌর শহরের সরকারী কলেজ রোডের বিএডিসি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পথচারী মেহেরীন আফরোজ (১২) নামের এক স্কুল শিক্ষার্থীসহ ছাত্রদলের কয়েকজন আহত হয়েছে। ঘটনার পরই জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আলআমিন হাওলাদারের বাসা থেকে তিনটি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। আহত স্কুল শিক্ষার্থী মেহেরীন আফরোজ বর্তমানে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে পটুয়াখালী গার্লস স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর পিতা একেএম মিজানুর রহমান জানান, আমার দুই মেয়েকে নিয়ে নিয়ে স্কুলে যাচ্ছিলাম এসময় দুই গ্রুপের মধ্যে ঝামেলা চলছিল। সরকারি কলেজের সামনে গেলে শহিদুল নামের একজন আমার উপর অতর্কিত হামলা চালায়। এতে আমার মেয়ে মেহেরীন আফরোজ শারিকা এবং আমি আহত হয়েছি। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের একটি মিছিল পটুয়াখালী সরকারি কলেজের সামনে পৌছলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। পরে বিএডিসির এলাকায় গিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করে । পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আলআমিন হাওলাদার বলেন, খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ভাইয়ের নামে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে বাঁধঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সদরের দিকে যাচ্ছিলাম। সরকারি কলেজ এলাকায় গেলে আমাদের মিছিলে হামলা চালায় ছাত্রলীগ। পরে বিএডিসি এলাকায় গিয়ে তাদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ এসে আমাদের উপরে লাঠিচার্জ করে। এ ঘটনায় আমদের কিছু নেতাকর্মী আহত হয়েছেন। পরে বাসা থেকে আমার ও আমার ছোট ভাইয়ের তিনটি মোটরসাইকেল নিয়ে যায় পুলিশ। পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হৃদয় আশিষ বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক যে কুরুচিপূর্ণ বক্তব্য প্রধান করেছেন। এতে জাতীর কাছে রাস্তায় নেমে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাওয়া পর্যন্ত পটুয়াখালী জেলা ছাত্রলীগ এসব সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে। তিনি আরও বলেন, ক্ষমা না চাওয়া পর্যন্ত ছাত্রলীগ রাজপথে থেকে সর্বচ্চ প্রতিহত করা হবে এবং হামলা অব্যাহত থাকবে। এবিষয়ে জানতে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামন বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল আটক করা হয়েছে।

Share.