পটুয়াখালীতে ডোবা থেকে তরুণের মৃতদেহ উদ্ধার

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: নিখোঁজের দুইদিন পর পটুয়াখালীর রাঙ্গাবালীতে ডোবা থেকে এক তরুণের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাহেরচর গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই তরুণের নাম রিয়ান প্যাদা (১৮)। সে সদর ইউনিয়নের উত্তর কাজির হাওলা গ্রামের শহীদুল প্যদার ছেলে। পুলিশ ও পরিবার জানায়, সোমবার দুপুরে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্য গিয়ে নিখোঁজ হয় রিয়ান। পরিবারের লোক অনেক খোজাখুজি করেও তাকে পায়নি। পরে বুধবার পশ্চিম বাহেরচর গ্রামের একটি ধানক্ষেত সংলগ্ন ডোবায় ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। এ খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে রিয়ানকে শনাক্ত করে। পরে পুলিশ গিয়ে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, লাশটি ফুলে উঠেছে এবং শরীরের বিভিন্ন স্থানে পচণও ধরেছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মৃগীরোগ ছিল রিয়ানের। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, পরিবারের দাবি রিয়ান মৃগীরোগে আক্রান্ত ছিলেন। তবুও মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share.