বুধবার, জানুয়ারী ২২

পটুয়াখালীতে নির্বাচনকে কেন্দ্র করে হত্যা মামলায় পিতা-পুত্রসহ ১৬ জনের যাবজ্জীবন

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে নির্বাচনী সহিংসতায় খুনের ঘটনায় পিতা-পুত্র এবং একই বংশের ১৬ আসামীকে যাবজ্জীবন দন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল কবির এ রায় ঘোষনা করেন। এসময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। র্দীঘ ১৩ বছরের মাথায় মামলাটির রায় ঘোষনা করা হয়। দণ্ডিতরা হলেন-সোহরাব সিকদার(৫০),আঃ রহমান সিকদার(৩০),আমিরুল সিকদার(২০),মুছা সিকদার(২৫),রাসেল সিকদার(১৮),আবুক্কর সিকদার(২০), মো. ছত্তার সিকদার(৫৫),জাকির সিকদার(৩০),হানিফ সিকদার(১৮),সেলিম সিকদার(৩৭),জালাল সিকদার(৩০),জাকির সিকদার(৩০),মামুন সিকদার(৩০) ইউছুব সিকদার(৪২),সানু সিকদার(৪০),সামসু মৃধা(৫৫)। এজাহারের লিপিবদ্ধ বয়স উল্লেখিত। রাষ্ট্রপক্ষ আইনজীবী হারুন অর-রশীদ এ তথ্য নিশ্চিত করে। আদালত সুত্রে জানা গেছে-২০১১ সালের ৪ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনী সহিংসতায় রক্ষক্ষয়ী সংঘর্ষে খুন হন মামলার বাদী নূর মোহাম্মদের ছেলে সহিদুল ইসলাম মৃধা। এঘটনায় নিহত‘র বাবা নূর মোহাম্মদ বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করা হয়। ওই বছরের ৬ আগষ্ট ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চাজশীট দাখিল করে পুলিশ। থানা পুলিশের তদন্তে এজাহারভুক্ত সাগর (২৫) এবং নাঈমুল হক টুকু(৩২),সোহেল হাওলাদার(২৪)কে অব্যাহতি দেয়া হয়। এছাড়াও অভিযোগ প্রমানিত না হওয়ায় চার্জশীটে অর্ন্তভুক্ত সহিদুল ইসলাম(৩২)কে খালাস দেন আদালত। দণ্ডিতরা সকলে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা

Share.