শুক্রবার, ডিসেম্বর ২৭

পটুয়াখালীতে বিএনপি’র অবরোধ ও হরতালে র‍্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: বিএনপির ডাকা হরতাল অবরোধে দায়িত্বপূর্ণ এলাকায় জনগণের জানমাল রক্ষায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব-৮,পটুয়াখালী ক্যাম্প। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপু‌রে র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মেজর সোহেল রানা ব‌লেন,” সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে গত ২৮ অক্টোবর থে‌কে বিএিনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ধারাবহিকভাবে আহুত হরতাল ও অবরোধের নামে সাধারণ মানুষের উপর বোমা হামলা, গাড়িতে অগ্নি সংযোগ, পেট্রোল বোমা ও বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কার্যক্রম অব্যহত রেখেছে। এতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির সন্মুখীন হচ্ছে। যে কোন ধরনের নাশকতামূলক কর্মকান্ড দমন ও আইন শৃঙ্খলার স্বাবাভিক পরিস্থিতি বজায় রাখতে র‍্যাব-৮ বদ্ধপরিকর।” তি‌নি ব‌লেন, সার্বিক নিরাপত্তা জোরদার করণের লক্ষ্যে আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বের) র‍্যাব-৮ এর আওতাধীন এলাকায় ০২ টি পেট্রোলের সমন্বয়ে রোবাস্ট পেট্রোল পরিচালিত হচ্ছে। এছাড়াও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নিরাপত্তা পেট্রোল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও সাবির্ক নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী এবং বরগুনা জেলার বিভিন্ন ভোট কেন্দ্রসমূহ পরিদর্শন করে র‍্যাবের বিশেষ দল।

Share.