বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: আগামী ৭জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জনের দাবিতে পটুয়াখালী জেলা বিএনপির নির্দেশে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেন পটুয়াখালী জেলা ছাত্রদল। ২৯ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় পটুয়াখালী জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদের নেতৃত্বে পটুয়াখালী জেলা শহরের সবুজ বাগ মোড় থেকে ডামি নির্বাচন ভোট বর্জনের লিফলেট বিতরণ শুরুকরে। লিফলেট বিতরণ শেষে সবুজবাগ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় ভোট বর্জনের শ্লোগান দিয়ে মিছিলটি কাজীপাড়া,তিতাস মোড় হয়ে পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে গিয়ে শেষ হয়। এসময় লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ, যুগ্ন আহবায়ক বেল্লাল হোসেন, যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক কাইয়ূম সিকদার, সদস্য সচিব আবু বক্কর সহ সকল ইউনিটের নেতা কর্মীরা।
পটুয়াখালীতে ভোট বর্জনের সমর্থনে ছাত্রদলের লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল
0
Share.