বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

পটুয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে ধর্ষণসহ ৮ মামলার আসামী গ্রেফতার

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি সহ ৮ মামলার আসামি সোহাগ মাঝিকে গ্রেফতার করা হয়েছে। সোহাগ পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া গ্রামের বাসিন্দা রফিজ ওরফে রফিক মাঝির ছেলে। শুক্রবার দিবাগত রাত ২ টাার সময় তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সেনাবাহিনীর জেলা কমান্ডিং অফিসার। সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তিতে জানায়, একাধিক ব্যক্তির অভিযোগ পর্যালোচনা করে গতকাল ৩ অক্টোবর মধ্যরাতে পটুয়াখালী সদর আর্মি ক্যাম্প থেকে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামিকে লোয়ালিয়া ইউনিয়নের প্রত্যন্ত এক গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সোহাগের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় ধর্ষণ, মাদক, দ্রুত বিচার, নারী ও শিশু নির্যাতন, ও ঢাকা সিএমএম আদালতে একটি ব্যাংক ডাকাতি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে চাঁদাবাজি অপরাধমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়। গ্রেফতার কৃত আসামের বিরুদ্ধে পরবর্তী আইনানুগত ব্যবস্থা নেয়ার জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.