পটুয়াখালীতে স্কুল ছাত্রদের ফুটবল প্রশিক্ষনের সমাপনী ও সনদ বিতারণ অনুষ্ঠান অনুষ্ঠিত

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে পটুয়াখালী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া অধিদপ্তর কর্তিক পরিচালিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় পটুয়াখালী জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থপনার অনুর্ধ ১৬ স্কুল ছাত্রদের ফুটবল প্রশিক্ষনের সমাপনী ও সনদ বিতারণ অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ মার্চ বুধবার সকাল ১০ টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়। সমাপনী ও সনদ বিতারণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ মাঈনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন। পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান বিশেষ অথিতি ছিলেন পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আ.ন.ম আমিনুল হক মামুন, মোঃ রুহুল আমিন প্রধান শিক্ষক পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। পরে পটুয়াখালী জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তারা প্রশিক্ষন প্রাপ্ত বাছাই করা ৩০ জন স্কুল ছাত্রদের মাঝে ফুটবল ক্রীড়া সনদ বিতারণ করেন।

Share.