বুধবার, জানুয়ারী ২২

পটুয়াখালী’র এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি:টুয়াখালী জেলার দুমকী উপজেলার মুরাদীয়া আজিজ আহম্মেদ কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও পূর্ণাংঙ্গ এডহক কমিটি গঠনের লক্ষে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় আজিজ আহম্মেদ কলেজ হলরুমে কলেজের নব গঠিত এডহক কমিটির সভাপতি নাসরীন জাহান এর সভাপতিত্বে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের সাবেক সভাপতি ও জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত জিএম মোঃ মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য মোঃ জসিম উদ্দিন হাওলাদার, এডহক কমিটির বিদ্যােৎসাহী সদস্য মোঃ আশিকুর রহমান, তৌকির আহম্মেদ শাবারসহ প্রতিষ্ঠাতা পরিবারের অনান্য সদস্যবৃন্দ, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান, মাইনুল হাসান, সৈয়দ সাখাওয়াত হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা আজিজ আহম্মেদ কলেজসহ তার প্রতিষ্ঠিত আরো সাতটি প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা সম্পর্কে বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং প্রতিষ্ঠাতাসহ যারা মৃত্যুবরণ করেছেন এবং ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.