বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী শহরের কাঠপট্টির তালতলা এলাকায় রাতে ভয়াবহ অগ্নিকান্ডে পুরে যায় ৫টি বসত ঘর। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে অন্তত ১০টি পরিবার। রাত ১০ টার দিকে এলাকার ঘনবসতিপূর্ণ শাহ আলী গাজির বাড়ীতে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তে আশেপাশের বসতঘরে ছড়িয়ে পড়লে এলাকার শত শত মানুষ এগিয়ে এসে দ্রুত পার্শ্ববর্তী নদী ও বাড়ী থেকে যে যার সাধ্যমত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ৫টি বসতঘর মালামালসহ পুড়ে ছাই হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে অতিরিক্ত পানি দিয়ে সম্পুর্ণ আগুন নেভাতে সক্ষম হয়। তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। বাড়ীওয়ালী বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত দাবী করলেও এলাকার অনেকেই অভিযোগ করেন, ঐবাড়ীর একটি ঘরে নিয়মিত গাঁজার আসর বসতো। সে ঘর থেকেই আগুনের সুত্রপাত। পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ অগ্নিকান্ড এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সম্ভব্য সহায়তার আশ্বাস দিয়েছেন।
পটুয়াখালী শহরের কাঠপট্টির তালতলায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি বসত ঘর পুরে ছাই
0
Share.