পদত্যাগে যদি আর্মেনিয়ার সমস্যার সমাধান হয় তাহলে আমি রাজি: নিকোল পাশিনিয়ান

0

ডেস্ক রিপোর্ট: আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বুধবার বলেছেন, তার পদত্যাগে যদি আর্মেনিয়ার সমস্যার সমাধান হয়, তাহলে তিনি অবিলম্বে পদত্যাগ করবেন। কিন্তু তিনি বিশ্বাস করেন, এটা কেবল বিদ্যমান পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে। গত মাসে আজারবাইজান আর্মেনিয়ান অধ্যুষিত নাগোর্নো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে পাশিনিয়ানের ওপর বিরোধী দল ক্রমবর্ধমান চাপ প্রয়োগ করছে। তার বক্তব্য সে চাপেরই প্রতিফলন। আজারবাইজানের অভিযানের পর থেকে কারাবাখের জনসংখ্যার অধিকাংশই পালিয়ে আর্মেনিয়ায় আশ্রয় নিয়েছে। মাত্র ২৮ লাখ মানুষের দেশে ১ লাখের বেশি মানুষ আশ্রয় প্রার্থনা করছে।  ২০১৮ সাল থেকে ক্ষমতায় থাকা পাশিনিয়ান বলেন, আর্মেনিয়া সবসময়ই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরমেনপ্রেস তাকে উদ্ধৃত করে বলেছে, ‘আমি সরাসরি বলতে পারি আমার পদত্যাগ বা অপসারণের মাধ্যমে এই সব চ্যালেঞ্জের সমাধান হলে, আমি সেকেন্ডের মধ্যে এটি করব। আমি ক্ষমতায় আঁকড়ে থাকি না এবং কখনও আমার চেয়ারে লেগে থাকিনি। আমার সমস্ত বিশ্লেষণ বলছে, আমি পদত্যাগ করলে ঠিক বিপরীত ফলাফল হবে। এ কারণে পদত্যাগ করছি না।

Share.