পদত্যাগ করছেন সিএনএনের সিইও ক্রিস লিচট

0

ডেস্ক রিপোর্ট যুক্তরাষ্ট্রের নিউজ চ্যানেল সিএনএনের সিইও পদ থেকে পদত্যাগ করছেন ক্রিস লিচট। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি ও সিএনএনের করপোরেট প্যারেন্ট লিচটের পদত্যাগ অবিলম্বে কার্যকর করার ঘোষণা দিয়েছে। জেফ জুকারের দায়িত্ব নেওয়ার এক বছরেরও বেশি সময় পরে তার প্রস্থান ঘটল। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সিইও ডেভিড জাসলাভ বুধবার (৭ জুন) কর্মীদের ক্রিস লিচটের পদত্যাগের খবর জানান। জাসলাভ সিএনএন কর্মীদের উদ্দেশে একটি ইমেইলে বলেন, ‘আজ সকালে আমরা জানতে পেরেছি যে ক্রিস লিচট সিএনএন ছেড়ে চলে যাচ্ছেন এবং আমরা একটি নতুন নেতার জন্য অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে ব্যাপক অনুসন্ধান পরিচালনা করছি।’ সিএনএন পলিটিকোকে জাসলাভের ইমেইলটি সম্পর্কে নিশ্চিত করেছে। ওই মেইলে তিনি আরও জানান, ‘দুর্ভাগ্যবশত, জিনিসগুলো আমরা যেভাবে আশা করেছিলাম সেভাবে হয়নি। বলাবাহুল্য, আমরা ক্রিসের প্রচেষ্টা ও উৎসর্গের প্রশংসা করি এবং তাকে শুভকামনা জানাই।’ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি লাইভ ইভেন্ট করার জন্য গত মাসে লিচটের সিদ্ধান্তে অনেকেই ক্ষুব্ধ হয়েছিলেন। সোমবার লিচট একটি সম্পাদকীয় কল চলাকালে কর্মীদের কাছে ক্ষমাও চেয়েছিলেন। লিচট ‘সিএনএন দিস মর্নিং’-এর রোলআউটটিও তদারকি করতেন। ওই অনুষ্ঠানের উপস্থাপক ডন লেমনেরকে এপ্রিলে বরখাস্ত করা হয়েছিল। জাসলাভ ইমেইলে বলেছেন, ‘এই কাজ কখনোই সহজ হবে না। এটি একটি বড় ব্যাঘাত। ক্রিস চ্যানেলটিতে তার হৃদয় ও আত্মা ঢেলে দিয়েছিলেন। সাংবাদিকতা এবং এই ব্যবসার প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে এবং এটি তার মেয়াদজুড়ে স্পষ্ট হয়েছে।’

Share.