পদাতিক নাট্য সংসদের আয়োজনে নাট্যোৎসব ও স্মারক সম্মাননা

0

বিনোদন রিপোর্ট : শুরু হতে যাচ্ছে “সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০২২-২৩। আগামীকাল (১২ মে) থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয়নাট্যশালার মূল হল , এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হলে শুরু হতে যাচ্ছে ০৭ দিনব্যাপি পদাতিক নাট্য সংসদের আয়োজনে “সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০২২-২৩”, চলবে ১৮ তারিখ পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির তিনটি হলেই চলবে এই উৎসবের নাট্য প্রদর্শনী। বাংলাদেশ ও ভারতের মোট ২১টি নাটকের দল এই উৎসবে অংশগ্রহন করবে। এছাড়া বহিরাঙ্গনেও থাকছে বিকাল ৪:৩০ মিনিট থেকে বিভিন্ন দলের অংশগ্রহনে পথনাটক, আবৃত্তি, মাইম, গান এবং নৃত্য। সন্ধ্যা ৭ টায় হলের ভিতরে চলবে উৎসবের মূল কার্জক্রম।

 

Share.