ঢাকা অফিস: ঋণখেলাপি হওয়ায় পদ হারিয়েছেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান আবুল বাশার ও পরিচালক আবদুল আউয়াল। গতকাল বৃহস্পতিবার এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। পৃথক দুটি চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি বছরের ১২ অক্টোবর থেকে মো. আবুল বাশার ও মো. আবদুল আউয়ালের এনসিসি ব্যাংকের পর্ষদ পদ শূন্য করা হয়েছে। কারণ তারা ব্যাংক-কোম্পানি আইন-১৯৯১ এর ধারা ১৭ এর অধীনে উল্লিখিত তারিখের মধ্যে ব্যাংক এশিয়ার ঋণ পরিশোধে করতে ব্যর্থ হয়েছে। এতে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ১৭(৫) ধারা অনুযায়ী, ঋণ আদায় করতে পারবে ব্যাংক এশিয়া। জানা গেছে, এনসিসি ব্যাংকের চেয়ারম্যান আবুল বাশার ও পরিচালক মো. আব্দুল আউয়াল কয়েকটি ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি হয়েছেন। সম্প্রতি কয়েকটি ব্যাংক তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকে অভিযোগ করেছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী একজন খেলাপি ব্যক্তি কোনো ব্যাংকের পরিচালক হতে পারেন না।
পদ হারালেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান আবুল বাশার ও পরিচালক আবদুল আউয়াল
0
Share.