পদ হারালেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান আবুল বাশার ও পরিচালক আবদুল আউয়াল

0

ঢাকা অফিস: ঋণখেলাপি হওয়ায় পদ হারিয়েছেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান আবুল বাশার ও পরিচালক আবদুল আউয়াল। গতকাল বৃহস্পতিবার এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। পৃথক দুটি চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি বছরের ১২ অক্টোবর থেকে মো. আবুল বাশার ও মো. আবদুল আউয়ালের এনসিসি ব্যাংকের পর্ষদ পদ শূন্য করা হয়েছে। কারণ তারা ব্যাংক-কোম্পানি আইন-১৯৯১ এর ধারা ১৭ এর অধীনে উল্লিখিত তারিখের মধ্যে ব্যাংক এশিয়ার ঋণ পরিশোধে করতে ব্যর্থ হয়েছে। এতে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ১৭(৫) ধারা অনুযায়ী, ঋণ আদায় করতে পারবে ব্যাংক এশিয়া। জানা গেছে, এনসিসি ব্যাংকের চেয়ারম্যান আবুল বাশার ও পরিচালক মো. আব্দুল আউয়াল কয়েকটি ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি হয়েছেন। সম্প্রতি কয়েকটি ব্যাংক তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকে অভিযোগ করেছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী একজন খেলাপি ব্যক্তি কোনো ব্যাংকের পরিচালক হতে পারেন না।

Share.