পবিপ্রবির সাবেক উপাচার্যের ছেলে সহ ছয় কর্মকর্তা বরখাস্ত হয়েছেন

0

ঢাকা অফিস:পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অনিয়মিত নিয়োগের অভিযোগে সাবেক উপাচার্যের ছেলে শাওন চন্দ্র সামন্ত তনুসহ ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে তদন্ত শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। এছাড়া ২৬ কর্মচারীর বিরুদ্ধে বরখাস্তের প্রক্রিয়া চলমান।পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছিল। উচ্চ আদালতের নির্দেশে তদন্ত করে অনিয়মের সত্যতা পাওয়া যায়, যার ভিত্তিতে ৬ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকা অবস্থায় তারা কোনো ভাতা পাবেন না।২০২২ সালের বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩৯টি পদের জন্য ৫৮ জনকে নিয়োগ দেওয়া হয়। বিশেষ করে সেকশন অফিসার পদে অনুমোদিত ৩০টি পদের বিপরীতে ৪৮ জন নিয়োগ পান। এ নিয়ে এক চাকরিপ্রত্যাশীর করা রিটের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের আগস্টে হাইকোর্ট রুল জারি করে।বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক উপাচার্যের ছেলে শাওন চন্দ্র সামন্ত তনু, উপ-রেজিস্ট্রার জসিম উদ্দিন বাদলের স্ত্রী আয়েশা সিদ্দিকা, কর্মকর্তা সমিতির সভাপতি সাইদুর রহমান জুয়েলের ভাই মো. আরিফুর রহমান পিয়েল, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান তারেকের ভাই মো. হাফিজুর রহমান, দুমকি উপজেলা আওয়ামী লীগ সভাপতির ছেলে তানভীর হাসান স্বাধীন এবং জেলা যুবলীগ সম্পাদকের স্ত্রী তাকছিনা নাজনীন।বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারসহ চারজনের বিরুদ্ধে তদন্ত চলছে।

Share.