পরমাণু বোমা বহনকারী যুদ্ধবিমান নিয়ে তাইওয়ানের আকাশে চীন

0

ডেস্ক রিপোর্ট:  রেকর্ড সংখ্যক যুদ্ধবিমান নিয়ে তাইওয়ানের আকাশে হাজির হয়েছে চীন। সোমবার তাইওয়ানের আকাশ সীমায় অন্তত ২৫টি যুদ্ধবিমান নিয়ে হাজির হয় চীন।  এর মধ্যে বেশ কয়েকটি পরমাণুবাহী যুদ্ধবিমানও রয়েছে।তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সোমবার ২৫টি যুদ্ধবিমানের মধ্যে পারমাণবিক বোমা বহনকারী যুদ্ধবিমানসহ বিমান প্রতিরক্ষা শনাক্ত অঞ্চলে প্রবেশ করে।যুক্তরাষ্ট্র চীনের ‘ক্রমবর্ধমান আগ্রাসী মনোভাবের’ বিরুদ্ধে সতর্কতা দেওয়ার পর তাইওয়ানে চলতি বছরে সবচেয়ে বড় সামরিক হানার ঘটনা ঘটল। তাইওয়ানকে চীন নিজের আলাদা একটি প্রদেশ হিসেবে দেখে থাকে। তবে গণতান্ত্রিক সরকারের অধীনে থাকা তাইওয়ান নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে।তাইওয়ান জানিয়েছে, সর্বশেষ চীনের সর্বশেষ অভিযানে ১৮ টি যুদ্ধবিমান, চারটি পরমাণুবাহী বিমান, দুটি এন্টি সাবমেরিন বিমান এবং একটি আগাম সতর্কবার্তা দেওয়ার বিমান ছিল।

Share.