বুধবার, জানুয়ারী ২২

পরিবারে মতভেদ থাকতে পারে তবে আমরা কেউ কারও শত্রু হবো না: ড. মুহাম্মদ ইউনূস

0

ঢাকা অফিস: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। তিনি বলেন, এই নতুন বাংলাদেশের মূল দায়িত্ব হলো দেশের সব মানুষকে এক বৃহত্তর পরিবারের মতো একত্রিত করা এবং সবাইকে সমান মর্যাদায় অভ্যস্ত করা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকার সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘পরিবারে মতভেদ থাকতে পারে, বাকবিতণ্ডাও হতে পারে, তবে আমরা কেউ কারও শত্রু হবো না। কাউকে তার মতের জন্য শত্রু মনে করবো না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করবো না। আমরা সবাই সমান, আমরা সবাই এক পরিবারের সদস্য।’ ড. ইউনূস বলেন, ‘এ নতুন দেশে আমাদের লক্ষ্য হলো, কেউ কারও ওপরে না, আবার কেউ কারও নিচে না—এই ধারণাকে আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করা।’ এর আগে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি শিখা অনির্বাণে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

Share.