শনিবার, ডিসেম্বর ২৮

পর্যটকদের আকৃষ্ট করতে ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন আনছে দুবাই

0

ডেস্ক রিপোর্ট : বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আকৃষ্ট করতে গত কয়েক বছর ধরে সর্বোচ্চ চেষ্টা করছে সংযুক্ত আরব আমিরাত। এবার ভিজিট ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে দেশটি। শুক্রবার (২ জুন)  খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, যেসব পর্যটক আরব আমিরাতে ৩০ দিন বা ৬০ দিনের পর্যটন বা ভিজিট ভিসা নিয়ে আসবেন, তারা চাইলে আমিরাতে অবস্থান করার সময় এ ভিসার মেয়াদ আরও ৩০ দিন বাড়াতে পারবেন। মূলত যারা আমিরাতের সৌন্দর্য্য আরও বেশি উপভোগ বা অন্যান্য কাজ সম্পন্ন করতে চান- তাদের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল অথরিটি ফর আইডেনটিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) এবং জেনারেল ডাইরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স (জিডিআরএফএ)।গত বছরের অক্টোবর থেকে ভিসা প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন আনা শুরু করে আরব আমিরাত। ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন ফি হলো ১ হাজার ৫০ দিরহাম। যা বাংলাদেশি অর্থে প্রায় ৩১ হাজার টাকা।

Share.