বুধবার, জানুয়ারী ২২

পলাশবাড়ীতে কিশোরগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদ শুন্য ও নির্বাচনের দাবীতে উকিল নোটিশ

0

বাংলাদেশ থেকে গাইবান্ধা জেলা প্রতিনিধি: সকল আইনী জটিলতা শেষ হওয়ার পরেও মেয়াদ উর্ত্তীন কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ও ইউপি সদস্যদের পদ শুন্য না হওয়ায় এবং ৫ বছরের জন্য নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্যদের অবৈধভাবে দায়িত্ব পালন করায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের অবৈধভাবে দায়িত্বে থাকা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু কে অপসারণ ,বিভিন্ন অপব্যবহার ও অসদাচরণের জন্য ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহন এবং উক্ত ইউনিয়নের নির্বাচনের  সময়সূচীর দাবীতে একটি উকিল নোটিশ প্রদান করেছেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর এ্যাডভোকেট মোঃ জহুরুল ইসলাম। তিনি গত ২৭ জুন ২০২১ ইং তারিখে তার মক্কেল জিয়াউল হক জুয়েলের পক্ষে এ নোটিশ প্রদান করেছেন।
তিনি প্রধান নির্বাচন কমিশনার,নির্বাচন কমিশন সচিবলায় শেরেবাংলা নগর ঢাকাসহ স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব ,উপ সচিব, উপ সচিব নির্বাচন কমিশনার (স্থানীয়) এবং জেলা প্রশাসক,জেলা নির্বাচন কমিশনার,উপজেলা নির্বাচন কমিশনার,উপজেলা নির্বাহী অফিসার,ইউপি চেয়ারম্যানের প্রতি এ নোটিশ প্রদান করেন।যে নোটিশে সকল আইনী জটিলতা রোধ হওয়ার প্রমাণ তুলে ধরেন এবং এরপরেও নির্বাচন পরিচালনায় ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শুন্য না হওয়ায় সহ ১১ টি বিষয় তুলে ধরেন যাহার সর্বশেষ বিষয়ে তিনি উল্লেখ্য, করেন গত ০৮-০৩-২০০৩ ইং তারিখে ১ কিশোরগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং গত ২০০৮ সালের পরে সার্ভারাল ভিত্তিহীন আবেদনে চেয়াররম্যান পদে তাঁর দায়িত্ব পালনের কোন ক্ষমতা ছিল না এবং নির্বাচনী অনুশীলন না করার কারণে গণতন্ত্রের ক্ষেত্রে যেমন হুমকি ও তেমনি এলাকার মানুষ ভোট থেকে বঞ্চিত হচ্ছে এবং অত্র এলাকার মানুষ ও জনপদ সঠিক উন্নয়ন পেতেও বঞ্চিত হচ্ছে। তিনি আরো উল্লেখ করেন আইনী নোটিশ প্রাপ্তির পর ৭ দিনের মধ্যে উক্ত দাবী পূরুনে ব্যর্থ হলে সুপ্রীম কোর্টের মাননীয় হাইকোর্টের রিট পিটিশন দাখিল করা হবে।উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সীমানা নির্ধারণী গেজেট আকারে প্রকাশিত হলেই নির্বাচন পরিচালনায় আর কোন জটিলতা থাকবে না বলে দাবী করে পলাশবাড়ী উপজেলা নির্বাচন কমিশনার শাহিনুর আলম ।এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন বলেন,উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের নির্বাচনের প্রস্তুতির পূর্ব শর্ত পূরুণে ইউনিয়নের আওতায়ধীন এলাকাকে ৯ টি ওয়ার্ডে বিভক্ত করে গেজেট প্রকাশের আবেদন করা হয়েছে । সীমানা নির্ধারণী গেজেট প্রকাশ হলেই পরিষদের পরবর্তী নির্বাচনের সকল কাজ শুরু করা সম্ভব হবে। বর্তমান সময়ে উক্ত পদ শুন্য করার বিষয়ে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ব্যবস্থা নিবেন স্থানীয় সরকার বিভাগ।উল্লেখ্য,গত ২০১১ সালের মাননীয় হাইকোর্টের রিটপিটিশন ৪৭৩৫ টি এরপর দীর্ঘ সময় পেরিয়ে গত ১২ জুলাই ২০২১ সালে মাননীয় হাইকোর্ট এক আদেশে উক্ত ৪৭৩৫ রিটদায়েরকারীর আবেদনের প্রেক্ষিতে রিট খারিজ করা হয়। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের গত ২০০৩ সালে সাধারণ নির্বাচনে ৫ বছরের জন্য নির্বাচিত পরিষদ আজ অবদি অবৈধভাবে দায়িত্ব পালন করায় জনমনে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে । ইউনিয়নের সর্বস্তরের মানুষ নিজেদের ভোটাধিকার আদায়ে বিক্ষোভ, মানববন্ধন,প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদানসহ নানা ভাবে আন্দোলন সংগ্রাম চালানোর পাশাপাশি উক্ত দাবী আদায়ে আইনীভাবে মোকাবেলা করে যাচ্ছেন।  উক্ত পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের অবৈধ কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোড়ালো দাবী জানিয়েছেন কিশোরগাড়ী ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ।

Share.