শনিবার, ডিসেম্বর ২৮

পলাশবাড়ীতে বিষপানে মায়ের মৃত্যু : শিশুপুত্র গুরুতর অসুস্থ্য

0

ঢাকা অফিস: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে মুক্তি রানী সরকার (৩০) নামে এক গৃহবধূ স্বামী প্রমেষ চন্দ্রের উপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন। এসময় শিশুপুত্র অরন্য (২) গুরতর অসুস্থ্য হয়ে রংপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে বর্তমান সময়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এঘটনাটি ঘটেছে আজ ১ এপ্রিল বুধবার সকালে এ ঘটনার পর পলাশবাড়ী থানার ওসি তদন্ত মতিউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের এস আই হাসিব সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করে। মুক্তি রানী সরকার (৩০) পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের প্রমেষ চন্দ্রের স্ত্রী ও বগুড়া জেলার শেরপুর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত জলপেষস্বরের কন্যা। মুক্তি রানীর দুইটি পুত্র সন্তান রয়েছে, অরন্য (২) ও অভিষেক (১০)। ছোট পুত্র অরন্য (২) মায়ের দুধপান করায় সে গুরতর অসুস্থ্য হয়ে পড়ে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে। পলাশবাড়ী থানার ওসি তদন্ত মতিউর রহমান জানান, আত্মহত্যা বলে শোনা যাচ্ছে তবে ময়না তদন্ত শেষে জানা যাবে হত্যা না আত্মহত্যা।

Share.