বাংলাদেশ থেকে গাইবান্ধা জেলা প্রতিনিধি: সারাদেশের ন্যায় করোনা কালিন সময়ে স্বাস্থ্য বিধি মেনে গাইবান্ধার পলাশবাড়ীতে সূর্যোদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পর শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তর্বক অর্পণের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবসের কর্মসূচীর শুভ সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচীতে পুস্পস্তর্বক অর্পণ করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্যের পক্ষে দলীয় নেতৃবৃন্দ,উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, সহকারি কমিশনার ভুমি মেরিনা আফরোজ,কৃষি অফিসার আজিজুল ইসলাম,প্রানী সম্পদ অফিসার আলতাব হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সম্মানিত সদস্যবৃন্দ ,পলাশবাড়ী পৌরসভার নর্বনির্বাচিত মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব , নবনির্বাচিত কাউন্সিলর ও মহিলা কউন্সিলরগণ, পলাশবাড়ী প্রেসক্লাবের পক্ষে সভাপতি রবিউল ইসলাম পাতা ও সাধারনণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ , উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ ,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম ,থানা পুলিশের পক্ষে থানা অফিসার মাসুদুর রহমানের নেতৃত্বে ওসি তদন্ত মতিউর রহমানসহ থানা পুলিশের একটি টিম,উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপনের নেতৃত্বে নেতাকর্মীগণ , জাতীয়পাটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. মমতাজ উদ্দিন ও উপজেলা জাতীয়পার্টি সহ সভাপতি রবিউল ইসলাম পাতার নেতৃত্বে জাতীয় পার্টির নেতৃবৃন্দ , বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু ও সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামানসহ নেতাকর্মীরা , জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু ও সহ সভাপতি মাসুদ পোদ্দারের নেতৃত্বে নেতাকর্মীরা,গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষে সভাপতি আব্দুস সোবাহন বিচ্চুর নেতৃত্বে শ্রমিকনেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক , পেশাজীবী সংগঠন গুলোর পাশাপাশি, পলাশবাড়ী দোকান মালিক সমিতি, পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্রের নেতৃত্বে শিক্ষকগণ, বিশ্ব সাহিত্য কেন্দ্র,আনসার ভিডিবি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে পৃথক পৃথক ভাবে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের বীর শহিদ ও ১৫ আগস্টের শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা। এরপর উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদান করা হয়।
পলাশবাড়ীতে মহান বিজয় দিবস পালিত
0
Share.