পল্টনের কাকরাইল মোড় এলাকায় বাসের ধাক্কায় এক আইনজীবী নিহত

0

ঢাকা অফিস: পল্টন থানার কাকরাইল মোড়ে বাসের ধাক্কায় মোঃ মোখলেসুর রহমান(৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।নিহত সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলে জানা যায়। বৃহস্পতিবার(১৮ জানুয়ারি)রাত বারোটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে বারোটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতে ছেলে শরীফ রহমান জানান,আমার বাবা একজন আইনজীবী সুপ্রিম কোর্টের দুদকের সাবেক প্যানেল আইনজীবী ছিলেন রাত নয়টার দিকে তার পুরানাপল্টন চেম্বারে দিকে যাওয়ার উদ্দেশ্যে কাকরাইল মোড়ে রিক্সার জন্য দাঁড়িয়ে ছিলেন। ওই সময় দ্রুতগামী ভিক্টর পরিবহন নামে একটি বাস তাকে ধাক্কা দেয়।এতে তিনি গুরুতর আহত হন।পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই।পরে সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলেকর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আমাদের নিজ বাসা মুগদার বাসাবো এলাকার আব্দুল মজিদের সন্তান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান,এই ঘটনায় ভিক্টর পরিবহন বাসটি জব্দ করা হয়েছে।

Share.