পল্টন বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

0

ঢাকা অফিস: পল্টনের বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৩ নং গেটের দক্ষিণ পাশ থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি)সকাল দশটার দিকে এই ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে বারোটার দিকে মৃত ঘোষণা করে। পল্টন থানার উপ-পরিদর্শক(এস আই)মোঃ বাবুল মিয়া জানান,আমরা খবর পেয়ে পল্টনের বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৩ নং গেটের দক্ষিণ পাশের রাস্তায় অচেতন অবস্থা পড়ে থাকলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরো জানান,নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।এলাকার লোকজনের মুখে জানতে পারি নিহত ব্যক্তি ওই এলাকাতে থাকতো ভবঘুরে প্রকৃতির ছিল।আমাদের ধারণা অসুস্থ কারণে তার মৃত্যু হয়েছে।তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক জানা যাবে।মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

Share.