রবিবার, জানুয়ারী ১২

পল্লী চিকিৎসককে গলাকেটে হত্যা

0

বাংলাদেশ থেকে রাজশাহী প্রতিনিধি:  রাজশাহীর চারঘাটে আব্দুল মান্নান (৭০) নামে এক পল্লীচিকিৎসককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার শলুয়া ইউনিয়নের কানুজগাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মান্নান ওই গ্রামের মৃত আব্দুল করিম বখশের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে রাতেই তার লাশ উদ্ধার করে। পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান পল্লীচিকিৎসক ছিলেন। উপজেলার শলুয়ার মালেকার মোড়ে তার ওষুধের দোকান রয়েছে। এছাড়া বাড়ির অদূরে আব্দুল মান্নানের একটি কলা বাগান ও বেগুন ক্ষেত রয়েছে। কলা ও বেগুনে পোকা দমনের জন্য মাঝে মধ্যে রাতে কীটনাশক প্রয়োগ করতে যেতেন মান্নান আলী। তারই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যার আগে বাড়ি থেকে ওই ক্ষেতে কীটনাশক প্রয়োগ করতে যান আব্দুল মান্নান। পরে রাত ৮টা পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে আসেননি। এদিকে দীর্ঘক্ষণ পরও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। পরে রাত ৯টার দিকে নিজ বেগুন ক্ষেতে একটি গর্তের মধ্য তাকে পড়ে থাকতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে দেখা যায় গলায় আঘাতের চিহ্ন। প্রাথমিকভাবে পরিবারসহ স্থানীয়দের ধারণা কলা অথবা বেগুন চুরি করতে দেখে ফেলায় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করেছে। বেশ কিছু দিন ধরে আব্দুল মান্নানের জমি থেকে কলা ও বেগুন চুরি হচ্ছিল। স্থানীয় ইউপি সদস্য সাবদুল ইসলাম জানান, পরিবারের ধারণা চুরির ঘটনা দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। পুলিশী তদন্তে শিগগিরই খুনের মূল রহস্য বেরিয়ে আসবে বলে জানান স্থানীয় এই জনপ্রতিনিধি। রাজশাহীর চারঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।

Share.