শুক্রবার, ডিসেম্বর ২৭

পল্লী বিদ্যুৎ গাছ শ্রমিকের কোপের আঘাতে যুবক নিহত আটক-১

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী পক্ষিয়ায পল্লী বিদ্যুৎের সহকর্মী শ্রমীকের ধারলো আস্ত্রের আঘাতে যুবক জহিরুল নিহত গুরুতর আহত ২ জন, আটক পটুয়াখালী পক্ষিয়ায ঢাকা কুয়াকাটা মহাসড়কে পল্লী বিদ্যুৎের গাছ কাটা নিয়ে শ্রমীকদের সংঘর্ষ নিহত ১, আটক ১, আশংকা জনক অবস্থায় ২ জনকে বরিশাল পাঠানো হয়েছে। প্রতিদিনের মতো মহাসড়কের পাশে থাকা গাছের ডাল কাটতে সকাল ৮ টার সময় পটুয়াখালী পল্লী বিদ্যুৎের গাড়িতে ৭ জন শ্রমীক গলাচিপা উপজেলার বাদুরায রওনা দেয়। পথিমধ্যে পক্ষিয়া বাজারে পল্লী বিদ্যুৎের চলন্ত গাড়িতে গাছ কাটা নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পাশে থাকা গাছ কাটার দা দিয়ে শ্রমীক কাওছার কোপানো শুরু করে এতে ঘটনাস্থলে জহিরুল ইসলাম নিহত হয়। ও গুরতর আহত হয়েছেন সাইফুল ইসলাম, সাকিব হাওলাদার। গুরুত্বর আহত দুই জনকে আশংকা জনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক শ্রমিক কাওছারকে আটক করেছে পুলিশ। আটক শ্রমীকের নাম কাওছার, বাড়ি সদর উপজেলাার ইটবাড়িয়া ইউনিয়নের শারিকখালী গ্রামে। নিহত জহিরুলের বাড়ি সদর উপজেলা শারিখ খালি গ্রামে। পটুয়াখালী সদর থানা, অফিসার্স ইনচার্জ মোঃ জসিম বলেন, পল্লী বিদ্যুৎয়নে গাছ কাটা নিয়ে নিজেদের মধ্যে কথাকাটি হয়। এক পর্যায় কাওছার পাশে থাকা গাছ কাটার দা দিয়ে জহিরুলকে আঘাত করলে সে মাড়া যায়, এ সময আরো দুই জন আহত হয়েছে। আমরা ঘাতক কাওছারকে আটক করেছি। এ বিষয় মামলা প্রক্রিযা ধিন রয়েছে।

Share.