ডেস্ক রিপোর্ট: অধিকৃত পশ্চিম তীরে এক গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার শেষ নাগাদের এ হামলায় তিনজন নিহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেনিন শরনার্থী শিবিরে এ হামলা চালানো হয়েছে এবং এতে করে একটি গাড়িতে আগুন ধরে যায়। পশ্চিম তীরের রামাল্লাহ থেকে আল জাজিরার সাংবাদিক হ্যারি ফাওচেট বলেন, এ ড্রোন হামলা যৌথ সামরিক-গোয়েন্দা অভিযানের চূড়ান্ত পরিণত ছিল। আমরা জানি না গাড়ির ভেতরে কতজন ছিল। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাড়ির ভেতরে সন্দেহভাজন এক সন্ত্রাসীকে সনাক্ত করেছিল। ইসরায়েল বাহিনীর ড্রোন হামলার কারণে পশ্চিম তীরে উত্তেজনা আরও বাড়বে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলা, নিহত ৩
0
Share.