বুধবার, জানুয়ারী ১

পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি নারীকে হত্যা করেছে ইসরায়েল

0

ডেস্ক রিপোর্ট: অধিকৃত পশ্চিম তীরে পৃথক ঘটনায় ইসরায়েলি বাহিনীর হাতে দুই ফিলিস্তিনি নারী নিহত হয়েছে। গতকাল বেথেলেহামে গুলিবিদ্ধ অবস্থায় ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যুর পাশাপাশি হুসান শহরে আরেক নারী নিহত হয়েছে। ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, হুসান শহরের দক্ষিণ দিকে ইসরায়েলি সেনাদের কাছাকাছি একজন সন্দেহভাজন চলে আসলে বাতাসে সতর্কতামূলক গুলি চালায় সেনারা। পরবর্তীতে সন্দেহভাজনের শরীরের নীচের দিকে গুলি করা হয়। গুলিতে সন্দেহভাহন নিহত হয়। নিহত ব্যাক্তিটি একজন মহিলা। তিনি বিধবা এবং ছয় সন্তানের জননী। তার নাম ঘাদা ইব্রাহিম সাবাতিন বলে জানা গেছে। ইসরায়েলি পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর হেব্রনে এক ফিলিস্তিনি নারী ইসরায়েলি সীমান্ত পুলিশ অফিসারকে ছুরিকাঘাত করেন। পরে তিনি ইসরায়েলি পুলিশের হাতে নিহত হন। রবিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় একজন মহিলা নিহত হওয়ার বিবৃতি দিয়েছিল। ইসরায়েলি সেনারা তেল আবিবে হামলার ঘটনার কেন্দ্র করে পশ্চিম তীরের অবস্থিত জেনিনের একটি শরণার্থী শিবিরে অভিযান পরিচালনা করে। জেরিকো এবং তুলকারেমের পাশাপাশি জেনিনে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব ঘোষণা করেছে, অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহরে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Share.