শনিবার, নভেম্বর ২৩

পশ্চিম তীর সংযুক্তির ইসরায়েলের পরিকল্পনা মানবে না ব্রিটেন

0

ডেস্ক রিপোর্ট: অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ সংযুক্তি করার ইসরায়েলের পরিকল্পনা ব্রিটেন মানবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, তেল আবিবের এ প্রচেষ্টা অবৈধ, এটি ফিলিস্তিনিদের প্রতি ন্যয়বিচার দিতে ব্যর্থ হবে।ইসরায়েলের জনপ্রিয় দৈনিক ইয়েদিয়ত আহরোনতে হিব্রু ভাষায় লেখা এক নিবন্ধে জনসন বলেন, ‘ইসরায়েলকে রক্ষার জন্য যদিও তিনি আন্তরিকভাবে সচেষ্ট তবে পশ্চিম তীরের কিছু অংশ সংযুক্তি করার পরিকল্পনা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’জনসন বলেন, ‘আমি উদ্বিগ্ন যে ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তি করার প্রস্তাব কোনো ইতিবাচক ফল বয়ে নিয়ে আসবে না। আমি ভয় পাচ্ছি যে তেল আবিব সরকার এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে তাতে ইসরায়েলের সীমান্ত সুরক্ষিত রাখার উদ্দেশ্য ব্যর্থ হবে এবং এটা হবে ইসরায়েলের দীর্ঘ মেয়াদী স্বার্থের পরিপন্থি।’জনসন বলেন, ‘আমি আশাবাদী যে পশ্চিম তীর সংযুক্তি করার পরিকল্পনা বাস্তবায়ন করার প্রক্রিয়া আর সামনে এগুবে না। যদি এ পরিকল্পনা বাস্তবায়ন করা হয় তাহলে ১৯৬৭ সালের সীমান্তে কোনো পরিবর্তনের প্রতি স্বীকৃতি দেবে না ব্রিটেন। তবে দুই পক্ষের সম্মতির ওপর হলে তা ভিন্ন কথা।’ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন তার নিবন্ধে ফিলিস্তিন-ইসরায়েলের সংকট নিরসনের জন্য এমন একটি সমাধান বের করার আহ্বান জানিয়েছেন যেখানে দুই পক্ষের জন্য ন্যায় বিচার এবং নিরাপত্তা নিশ্চিত হবে।

Share.