পাইকগাছার পরিত্যক্ত অবস্থায় ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

0

বাংলাদেশ থেকে  পাইকগাছা উপজেলা প্রতিনিধি: পাইকগাছার দেলুটিতে পানি উন্নয়ন বোর্ডের ভাঙ্গন প্রতিরক্ষা বাঁধ সংস্কার কালে পরিত্যক্ত অবস্থায় ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।মঙ্গলবার সকাল পৌনে দশটায় স্থানীয় দিনমুজুররা গেওয়াবুনিয়ার প্রতিরক্ষা বাঁধ
সংস্কারকালে মাটি কাটার সময় পলিথিন মোড়ানো অবস্থায় ৩টি অস্ত্র সনাক্ত করে। গেওয়াবুনিয়ার মৃত নিরোধ সরকারের ছেলে রবি সরকার (৬২), মৃত তারক সরকারের ছেলে নিমাই সরকার (৬০) ও নিমাই সরদারের ছেলে প্রীতিষ সরকার (২৬) স্থানীয় চেয়ারম্যানকে জানান।চেয়ারম্যান রিপন কুমার মন্ডল স্থানীয় দেলুটি বিগরদানা পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ শহিদুল ইসলামকে অবহিত করলে তিনি কয়েকজন পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে একটি রিভালবার ও দুটি দেশী তৈরী পাইপগান পলিথিনে মুড়ানো অবস্থায় উদ্ধার করে। এস,আই সঞ্জিত অস্ত্র গুলো সন্ধ্যায় থানায় জমা দিয়েছেন। ওসি এজাজ শফী জানান, এ বিষয়ে থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে তা উদঘাটনের চেষ্টা চলছে।

Share.