বাংলাদেশ থেকে পাইকগাছা উপজেলা প্রতিনিধি: পাইকগাছায় কপিলমুনি মুক্ত দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের অসম্মান করায় আয়োজকদের বিরুদ্ধে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলা সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৯ ডিসেম্বর ছিল কপিলমুনি মুক্ত দিবস। এ উপলক্ষে জনসভাসহ বিভিন্ন কর্মসুচী আয়োজন করে প্রশাসনের উদ্যোগে আয়োজক কমিটি। প্রধান অতিথি ছিলেন মাননীয় মন্ত্রী আকম মোজাম্মেল হক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়। অনুষ্ঠানে মুকিতযোদ্ধাদের নিমন্ত্রণ করা হয় বিশেষ অতিথি হিসেবে। তারা যথা সময়ে অনুষ্ঠানে উপস্থিত হলেও তাদের কোন কর্মসুচীতে অংশ নিতে দেয়া হয়নি। সভা মঞ্চেও তাদের দেয়া হয়নি কোন আসন। অবশেষে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা সভা বয়কট করেন। একই অনুষ্ঠানে উপজেলা যুবলীগ নেতা আঃ রাজ্জাক রাজু তার বক্তৃতায় জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের নির্মম হত্যাকান্ডের স্ব-পক্ষে প্রকাশ্য আপত্তিকর (জাতি কলঙ্ক মুক্ত হয়েছে) বক্তব্য দেয়ায় তার তীব্র প্রতিবাদ করেন সংবাদ সম্মেলনে। তার কঠোর শাস্তি দাবী করেন উপস্থিত সকল মুক্তিযোদ্ধারা। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দীকি বলেন, আসলেই দুঃখ জনক, তাদের সাথে বসে সমস্যা সমাধান করা হবে।
পাইকগাছায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সংবাদ সম্মেলন
0
Share.