বাংলাদেশ থেকে খুলনা জেলা প্রতিনিধি: খুলনার পাইকগাছার উপকুল অঞ্চলের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। শুক্রবার সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ছুটে যান গড়ুইখালী জোয়ারের পানিতে
নিমর্জিত গুচ্ছ গ্রামে। সেখানে ১৫০ টি পরিবারের খোঁজ খবর নেন তিনি। বুধ ও বৃহস্পতিবার সোলাদার ভাংগন কবলিত ও প্লাবিত বেতবুনিয়ার গুচ্ছগ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর ও স্থানীয় চেয়ারম্যানসহ যারা ভাঙ্গনে বাঁধের কাজ করেছিল তাদের উৎসাহিত করেন। তিনি টেকসই বাঁধের জন্য ব্যবস্থা নিবেন বলে জানান। এসময় তার সাথে ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস ও স্থানীয় জন প্রতিনিধি।
পাইকগাছায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন!
0
Share.