পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে ৫ ঔষধ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা : ঔষধ বিনষ্ট

0

বাংলাদেশ থেকে পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা পৌর সদরে ভ্রাম্যমান আদালতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও অনুমোদনহীন ঔষধ রাখার দ্বায়ে ৫ ব্যবসায়ীকে ১৫ হাজার ও মাক্স ব্যবহার না করায় ২জনকে ৪শ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তাসিন ফার্মেসী,
রোহিত ফার্মেসী ও এস.কে ফার্মেসী প্রত্যেকে ২ হাজার, পাইকগাছা ইউনানী দাওয়াখানা ৪ হাজার, তফেল ঔষধালয়কে ৫ হাজার টাকা এবং মাস্ক ব্যবহার না করায় মটরসাইকেল চালক ও আরোহীকে ৪শ টাকা জরিমানা করে। মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ রাখায় এ জরিমানা আদায় শেষে তা বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ড্রাগ সুপার মনিরউদ্দীন আহম্মাদ, এএসআই পালশ, পেশকার দিপংকার প্রসাদ।

Share.