বাংলাদেশ থেকে পাইকগাছা উপজেলা প্রতিনিধি: আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য খুলনার পাইকগাছা উপজেলা উপ- নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত দু’জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার দুপুর ১টায় আওয়ামীলীগ মনোনীত আনোয়ার ইকবাল মন্টু উপজেলা নির্বাচন অফিসার কামালউদ্দীন আহম্মেদের কাছে মনোনয়ন পত্র জমা দেন।এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এ্যাড. সোহরাব আলী সানা, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সহ-সভাপতি সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, প্রভাষক ময়নুল ইসলাম, এ্যাড. শেখ আবুল কালাম আজাদ ও কাজল কান্তি বিশ্বাস। অপরদিকে, দুপুর ২ টায় বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল মজিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, উপলো বিএনপি যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন ডাবলু, পৌর বিএনপি আহবায়ক এ্যাড. গাজী আব্দুস সাত্তার, সামছুল আলম পিন্টু, আসলাম পারভেজ, তুষার কান্তি মন্ডল, প্রনব কান্তি মন্ডল, কলিঙ্গ রাজ, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, আবুল হোসেন ও সাদ্দাম হোসেন। গত ১৭ জুলাই তারিখে উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর মৃত্যুতে এ পদটি শুন্য হয়। উপজেলা নির্বাচন অফিসার কামালউদ্দীন আহম্মেদ বলেন, ৪ টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। তার মধ্যে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত দু’জন প্রার্থী সহ অবস্থানের মধ্য দিয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকী বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
পাইকগাছা উপজেলা উপ-নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন পত্র জমা
0
Share.