পাইলটের করোনা, মাঝপথ থেকে ফিরলো ভারতীয় বিমান

0

ডেস্ক রিপোর্ট: পাইলটের শরীরে কোভিড-১৯ জীবাণু শনাক্ত হওয়ায় মাঝ আকাশ থেকেই ফিরতে বাধ্য হলো এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ফ্লাইটটি ভারতের রাজধানী দিল্লি থেকে রাশিয়ার রাজধানী মস্কো যাচ্ছিল।শনিবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে এয়ারবাস এ-থ্রিটুজিরো নিও বিমানটি। নিয়ম অনুযায়ী চালক দলের সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এয়ার ইন্ডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে এনডিটিভি জানায়, বিমানটি লকডাউনের কারণে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে মস্কো যাচ্ছিল। ওই বিমানে কোনো যাত্রী ছিল না। যখন বিমান উজবেকিস্তান পৌঁছে যায় তখন ককপিটে থাকা অন্যরা বুঝতে পারে যে পাইলটদের মধ্যে একজন করোনায় আক্রান্ত।  সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, বিমানটিকে ঠিক তখন ফিরে আসতে বলা হয়। এরপর এটি দিল্লিতে ফিরে আসে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আটকা পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে আরও একটি বিমান মস্কোয় পাঠানো হবে।

Share.