বুধবার, জানুয়ারী ২২

পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে প্রস্তুতি শেষ বাংলাদেশের

0

স্পোর্টস রিপোর্ট: প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩৩ রান হেরেছে বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে। নারী টি২০ বিশ্বকাপের দ্বিতীয় অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এটাই ছিল মূল আসর শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচ। স্কটল্যান্ড নারী দলের বিপক্ষে ৩ অক্টোবর বিশ্বকাপের প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। দুবাইয়ে সোমবার রাতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রান করে বাংলাদেশের মেয়েরা। কেউ খুব বড় ইনিংস খেলতে পারেননি। স্বর্ণা আক্তার ১৭ বলে ৩ চারে সর্বোচ্চ ২৮ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া সাথী রাণী ১৬ বলে ৫ চারে ২৩, নিগার সুলতানা জ্যোতি ২২ বলে ১৮ ও তাজ নেহার ২০ বলে ১৭ রান করেন। পাকিস্তানের পক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন সাদিয়া ইকবাল। জবাব দিতে নেমে ১৮.৪ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান নারী ক্রিকেট দলের ইনিংস। উমাইমা সোহেল ৩৩ বলে ৩ চারে সর্বোচ্চ ৩৩ রান করেন। বাংলাদেশ নারী দলের হয়ে মারুফা আক্তার, রাবেয়া খান, স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন ২টি করে উইকেট নেন।

Share.