সোমবার, ডিসেম্বর ২৩

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শাহবাজ শরীফ

0

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন পিএমএল-এন সভাপতি শাহবাজ শরীফ। রোববার (৩ মার্চ) দেশটির জাতীয় পরিষদে ভোটগ্রহণ শেষে শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়। শাহবাজের বিপক্ষে প্রধানমন্ত্রী হিসেবে লড়েন ইমরান খানের দল পিটিআই এর নেতা ওমর আইয়ুব। তবে জাতীয় নির্বাচনে ভালো করলেও প্রধানমন্ত্রী নির্বাচনে হেরে গেছেন পিটিআইর এ নেতা। জাতীয় পরিষদের সদস্যদের ভোটে পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে বিজয় শাহবাজের। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসতে চলেছেন শাহবাজ। সংসদের স্পিকার আয়াজ সাদিক আনুষ্ঠানিকভাবে শাহবাজ শরীফের বিজয় ঘোষণা করেন। তিনি পিটিআই সমর্থিত ওমর আইয়ুবকে বিশাল ব্যবধানে পরাজিত করেন। গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় পরিষদ নির্বাচন হয়। নির্বাচনে কোনো দল সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সবচেয়ে বেশি আসন পান পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। দ্বিতীয় সর্বোচ্চ আসন পায় পিএমএল-এন। তৃতীয় স্থান পায় পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এমএল-এন ও পিপিপি জোটবদ্ধভাবে সরকার গঠনের সিদ্ধান্ত নেয়।

Share.