বুধবার, জানুয়ারী ২২

পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে ছিল মুজিবের: ফারুক

0

ঢাকা অফিস: নির্বাচিত সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে। ফখরুদ্দীন-মঈনুদ্দিনদের মতো দুই বছর সময় নিলে সরকারের প্রতি আস্থা হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। আজ শুক্রবার (২৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে সেনবাগ ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। ফারুক বলেন, নির্বাচনে রোডম্যাপ হাতে নিতে হবে, সময়ক্ষেপণ হলে আওয়ামী লীগ মাথাচাড়া দেয়ার সুযোগ পাবে পরিস্থিতি অস্থিতিশীল করার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অতিষ্ট হয়ে যাচ্ছে জানিয়ে যারা সিন্ডিকেট করছে, তাদের আইনের আওতায় আনার দাবি করেন তিনি। এছাড়া দ্রুত তারেক রহমানের মামলা প্রত্যাহার করার দাবিও করেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের দেশ স্বাধীন নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রীর হওয়ার ইচ্ছে ছিল মুজিবের। সেই দলের কর্মকাণ্ড আজ তাদের রাজনীতি করার অধিকার হারিয়েছে। যে অন্যায় করেছে তার বিচার হওয়ার আগে তারা রাজনীতি করার অধিকার রাখে না।

Share.