স্পোর্টস ডেস্ক:তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লো-স্কোরির ম্যাচে সফররত পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে এক অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। মাত্র ১১৯ রান টার্গেট দিয়ে ১৯ রানের জয় পেয়েছে স্বাগতিকরা। এটাই বাবর আজমদের বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম টি-টোয়েন্টি জয়।এদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৮ রান করে স্বাগতিক জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯৯ রানেই থেমেছে সফরকারীদের ইনিংস। এ জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে জিম্বাবুয়ে।টস হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের শুরুটা ভালো হয়নি। শন উইলিয়ামসের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া ব্রেন্ডন টেইলর ফিরে যান ৫ রানে।এক প্রান্ত আগলে রাখেন টিনাশে কামুনহুকামউই। তাকে ঘিরে ইনিংস গড়ে তুলতে পারেনি জিম্বাবুয়ে। দ্রুত রান তোলার চেষ্টায় থাকা ওয়েসলি মাধেভেরে ফিরেন ১৪ বলে ১৬ রান করে। অনেকক্ষণ ক্রিজে থেকে ৪০ বলে চারটি চারে ৩৪ রান করেন ওপেনার কামুনহুকামউই।রেজিস চাকাভা ও তারিসাই মুসাকান্দার ব্যাটে একশ পার করে জিম্বাবুয়ে। একটি করে ছক্কা-চারে দুই জন মিলে দানিশ আজিজের এক ওভারে নেন ১৭ রান। শেষ তিন ওভারে চার উইকেট হারানো জিম্বাবুয়ে এরপর রান তুলতে পারেনি তেমন। থমকে যায় ১২০ রানের আগেই।তাড়া করতে নেমে জিম্বাবুইয়ান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একদমই হাত খুলে খেলতে পারছিল না পাকিস্তানের ব্যাটসম্যানরা। ১৫ ওভারে তুলতে পারে ৩ উইকেটে মোটে ৭২ রান। কিন্তু মাথার ওপর রানের চাপ ক্রমেই বাড়ছিল। সেই চাপ থেকেই ১৬তম ওভারে এসে কভারে জোরে হাঁকিয়ে বসেন বাবর, লুক জঙ্গির ওই স্লোয়ার ডেলিভারিতে মাদভেরের ক্যাচ হন পাকিস্তান অধিনায়ক।৪৫ বলে ৪১ রান করে বাবর ফেরার পরই হারের শঙ্কা পুরোপুরি ঘিরে ধরে পাকিস্তানকে। এরপর আসিফ আলি (১), ফাহিম আশরাফও (২) রানের চাপে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ হয়েছেন। একটা প্রান্ত ধরে ছিলেন দানিশ আজিজ। ২৪ বলে ২২ রান করে তিনি রানআউটের কবলে পড়লে শেষ আশাটাও শেষ হয় পাকিস্তানের। শেষ ওভারে আরও তিন উইকেট হারিয়ে ৯৯ রানে অলআউট হয় সফরকারিরা।

Zimbabwe's wicketkeeper Regis Chakabva (L) attempts a run-out of Pakistan's Babar Azam (R) during the second Twenty20 international cricket match between Zimbabwe and Pakistan at the Harare Sports Club in Harare on April 23, 2021. (Photo by Jekesai NJIKIZANA / AFP) (Photo by JEKESAI NJIKIZANA/AFP via Getty Images)
পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের অবিশ্বাস্য জয়
0
Share.