সোমবার, ডিসেম্বর ৩০

পাকিস্তানে ইমরান সমর্থকদের ব্যাপক বিক্ষোভ, সংঘর্ষে নিহত ১০

0

ডেস্ক রিপোর্ট :  পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে চলমান বিক্ষোভে তার সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। খবর বিবিসির। বিক্ষোভ দমনে সারাদেশে ধরপাকড় অব্যাহত রেখেছে পুলিশ। বুধবার পর্যন্ত পিটিআইয়ের এক হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে। পাঞ্জাব প্রদেশে সেনা মোতায়েন করা হয়েছে। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়াতেও সেনা মোতায়েনের কথা ভাবা হচ্ছে। এছাড়া সিন্ধু প্রদেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইসলামাবাদেও নামছে সেনাবাহিনী। এদিকে বিক্ষোভকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী। বুধবার সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয়। বিবৃতিতে এ সহিংসতাকে কালো অধ্যায় বলে আখ্যায়িত করা হয়েছে। এর আগে মঙ্গলবার ইমরান খানকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পরেই করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও পেশোয়ারসহ সবগুলো বড় শহরে তুমুল বিক্ষোভ শুরু করে পিটিআই নেতাকর্মী ও সমর্থকরা।

Share.