শনিবার, নভেম্বর ২৩

পাকিস্তানে খুলে দেয়া হল সোশ্যাল মিডিয়া

0

ডেস্ক রিপোর্ট: ফ্রান্সবিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তানে ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক এবং ইনস্টাগ্রামসহ কয়েকটি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান।  ৪ ঘণ্টা পর তা আবারও খুলে দেয়া হয়েছে। খবরে বলা হয়, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় শুক্রবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। আর বিকাল ৩টায় তা খুলে দেয়া হয়।দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উগ্র ইসলামপন্থী গোষ্ঠীর সদস্যরা ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র ছাপানোর প্রতিবাদে সহিংস বিক্ষোভ শুরু করেছে। তারা বিক্ষোভে ইন্ধন দিতে সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতে পারে। এ কারণে সরকার প্ল্যাটফর্মগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Share.