শুক্রবার, ডিসেম্বর ২৭

পাকিস্তানে জরুরি অবতরণ করলো ভারতীয় বিমান

0

ডেস্ক রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতগামী একটি বিমান পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করেছে। ওই বিমানটি শারজা থেকে উত্তরপ্রদেশের লখনউ যাচ্ছিল। তবে করাচির উপর দিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো’র এক যাত্রী।মঙ্গলবার ভোরে ওই যাত্রী অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি করাচি বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। তবে বিমানেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে, ওই যাত্রীর নাম হাবিবুর রহমান।শারজা থেকে লখনউ যাওয়ার জন্য ইন্ডিগো’র একটি ফ্লাইটে উঠেছিলেন ৬৭ বছর বয়সী হাবিবুর। ভোর ৪টার দিকে বিমানটি করাচির আকাশে থাকাকালীন তিনি অসুস্থ বোধ করেন। এরপর অবতরণের জন্য তড়িঘড়ি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন ওই বিমানের চালক।ভোর সাড়ে ৫টার দিকে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। তবে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঝ আকাশেই হাবিবুরের মৃত্যু হয়েছে বলে জানান বিমানবন্দরের চিকিৎসকরা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হাবিবুরের মরদেহ নিয়ে পাকিস্তান থেকে ভারতের উদ্দেশে রওনা দেয় বিমানটি।সম্প্রতি শ্রীলঙ্কা সফরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম শ্রীলঙ্কা সফরে যেত ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয় দিল্লি। মঙ্গলবারের ঘটনা ওই সৌজন্যতার অংশ বলে মনে করা হচ্ছে। এর আগে ২০১৯ সালে নরেন্দ্র মোদির বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়া থেকে বিরত ছিল পাকিস্তান।

Share.