পাকিস্তানে বন্ধ হচ্ছে ‘ভার্জিনিটি টেস্ট’

0

ডেস্ক রিপোর্ট: অবশেষে জয় হল পাকিস্তানি নারী অধিকার আন্দোলন কর্মীদের। দেশটির পাঞ্জাবের একটি আদালত প্রদেশটিতে ভার্জিনিটি টেস্ট বন্ধের রায় দিয়েছেন সোমবার (৪ জানুয়ারি)। এবার দেশটির মানবাধিকার কর্মীদের আশা দ্রুত গোটা দেশেই এই আইন কার্যকর করা হবে।সম্প্রতি পাকিস্তানে ধর্ষণ আইনেও আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। তবে ভার্জিনিটি বা টু ফিঙ্গার টেস্ট নিয়ে কোনো কথা ওঠে নি। টু ফিঙ্গার টেস্ট মূলত বহু পুরনো প্রচলিত পরীক্ষা। যেখানে মেডিকেল অফিসার রেপের পর নারীর যৌনাঙ্গে দুইটি আঙুল প্রবেশ করিয়ে ভার্জিনিটি পরীক্ষা করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বহু দিন আগেই জানিয়েছে, এই পরীক্ষার কোনো অর্থ নেই। বরং এ ধরনের টেস্টের মাধ্যমে নারীদের অপমানই করা হয়।পাকিস্তানের বেশ কিছু মানবাধিকার সংগঠন দীর্ঘদিন ধরে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিল। তারই জেরে পাঞ্জাব প্রভিন্সে একটি আদালতে মামলা করা হয়েছিল। সেই মামলার রায়েই আদালত টু ফিঙ্গার টেস্ট বন্ধের রায় দিয়েছে।

Share.