ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় অন্তত ৭ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। পাকিস্তানের পেশোয়ারের দির কলোনির কাছে একটি মাদ্রাসায় এই ঘটনা ঘটে। এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, মাদ্রাসায় ক্লাস চলাকালীন এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বিভিন্ন বয়সের বাচ্চারা রয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, একটি পরিত্যক্ত ব্যাগে পাঁচ কেজি বিস্ফোরক ছিল। মাদ্রাসাতে যখন কোরান পাঠ চলছিল তখন ওই বিস্ফোরক থেকে বিস্ফোরণ হয়। তবে এখন পর্যন্ত কেউ এই হামলায় দায় স্বীকার করেনি। এরই মধ্যে তদন্ত শুরু করেছে পাকিস্তানের আইন শৃঙ্খলাবাহিনী।
আফগান সীমান্তের নিকটবর্তী পেশোয়ার শহরে সাম্প্রতিক বছরগুলোতে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। সেখানে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে।