শুক্রবার, ডিসেম্বর ২৭

পাকিস্তানে স্থলমাইন বিস্ফোরণে দুই শিশুর মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি অধ্যুষিত দক্ষিণ ওয়াজিরিস্তানে একটি স্থলমাইন বিস্ফোরণে দুই শিশু প্রাণ হারিয়েছে। মঙ্গলবার পুলিশ কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।সংবাদমাধ্যমকে পুলিশ জানায়, এ অঞ্চলে গতকাল সোমবার সন্ধ্যায় স্থলমাইন বিস্ফোরণে দুই শিশু নিহত হয়েছে।কর্মকর্তারা বলছেন, নিরাপত্তা বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে দক্ষিণ ওয়াজিরিস্তানসহ উপজাতীয় বিভিন্ন এলাকায় স্থানীয় উগ্রপন্থিরা বহু সংখ্যক স্থলমাইন পেতে রেখেছে।খায়বার পাখতুনখাওয়া প্রদেশে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত বরাবর অবস্থিত দক্ষিণ ওয়াজিরিস্তান সন্ত্রাসী তৎপরতার কেন্দ্রস্থল হিসেবে ব্যবহৃত হলেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৃথক সশস্ত্র অভিযান চালিয়ে এ এলাকা থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করতে সফল হয়েছে।

Share.